ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

ফুলবাড়ীতে জমির সীমানা কাটা নিয়ে সংঘর্ষে আহত কৃষকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৯
ফুলবাড়ীতে জমির সীমানা কাটা নিয়ে সংঘর্ষে আহত কৃষকের মৃত্যু

কুড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় জমির সীমানা (আইল) কাটাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় আহত আব্দুর কাদের (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

তিনি উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের যতিন্দ্রনারায়ণ গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এরআগে গত ১৩ ডিসেম্বর (শুক্রবার) দুপুরে আবাদি জমির সীমানা কাটাকে কেন্দ্র করে সোনাইকাজী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।  

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত ১৩ ডিসেম্বর দুপুরে আবাদি জমির সীমানা কাটাকে কেন্দ্র করে প্রতিবেশী সোনাইকাজী গ্রামের মৃত তছির উদ্দিনের ছেলে শাহ-জামাল গংদের সঙ্গে আব্দুল কাদের গংদের সংঘর্ষ হয়। সংঘর্ষে কোদালের কোপে আব্দুল কাদের ও তার চাচাত ভাই হারুন অর রশিদ (৩৭) গুরুতর আহত হন।

তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাদের উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করেন। সেখানে তাদের অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা রাতেই রংপুর মেডিক্যাল হাসপাতালে নিয়ে আসেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুর ১২টায় মারা যান আব্দুল কাদের।

ফুলবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বাংলানিউজকে জানান, জমির সীমানা কাটা নিয়ে সংঘর্ষে প্রতিপক্ষের কোদালের কোপে আব্দুল কাদের ও হারুন নামে দুই ব্যক্তি গুরুতর আহত হয়েছে। ১৬ ডিসেম্বর রাতে হারুনের বাবা বাবর আলী বাদী হয়ে শাহ-জামালসহ নয়জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। আহদের মধ্যে একজনের মৃত্যু হওয়া এখন আগের মামলায় ৩০২ ধারা সংযুক্ত করা হবে।

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৯
এফইএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।