ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

ঝালকাঠিতে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৯ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৯
ঝালকাঠিতে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ঝালকাঠিতে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা। ছবি: বাংলানিউজ

ঝালকাঠি: মুক্তিযুদ্ধে সক্রিয় ভূমিকা রাখায় পুলিশ সদস্য মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে সংবর্ধনা দিয়েছে ঝালকাঠি জেলা পুলিশ।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে জেলার পুলিশ লাইন্সের ড্রিলসেডে এ সংবর্ধনা দেওয়া হয়।  

সংবর্ধনা অনুষ্ঠানে ১৮ জন পুলিশ সদস্য মুক্তিযোদ্ধা ও ৪৬ জন পুলিশ সদস্য মুক্তিযোদ্ধার পরিবারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পুলিশ সুপার (এসপি) ফাতিহা ইয়াসমিন।

 

এ সময় তাদের ‘ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী’ বই তুলে দেন এসপি ফাতিহা।

সংবর্ধিত মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যরা ১৯৭১ সালে দেশের বিভিন্ন অঞ্চলে যুদ্ধে অংশ নিয়েছিলেন। পরে তারা অবসর গ্রহণ করেন। বর্তমানে তারা ঝালকাঠি জেলায় বসবাস করছেন।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাহিদা আক্তার, পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল মান্নান রসুল, ঝালকাঠি চেম্বার অব কমার্সের সভাপতি সালাউদ্দিন আহম্মেদ সালেক, প্রেসক্লাব সভাপতি কাজী খলিলুর রহমান, লেখক ড. কামরুন্নেছা আজাদ, পুলিশ মুক্তিযোদ্ধা মনোয়ার হোসেন (অব.)।

প্রধান অতিথির বক্তব্যে এসপি ফাতিহা বলেন, মুক্তিযোদ্ধারা দেশের শ্রেষ্ঠ সন্তান। সংবর্ধনা অনুষ্ঠানে তারাই প্রধান অতিথি। মুক্তিযোদ্ধারা যেকোনো প্রয়োজনে পুলিশের কাছে গেলে তাদের বসিয়ে না রেখে তাৎক্ষণিক সেবা দিতে হবে। এ ব্যাপারে জেলা পুলিশের সব সদস্যদের নির্দেশ দেন পুলিশ সুপার।

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৯
এমএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।