ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বাড্ডায় ‘বন্দুকযুদ্ধে’ মাদকবিক্রেতা নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৯
বাড্ডায় ‘বন্দুকযুদ্ধে’ মাদকবিক্রেতা নিহত

ঢাকা: রাজধানীর বাড্ডা এলাকায় র‌্যাপিড অ্যাকশান ব্যাটালিয়নের (র‌্যাব-১) সদস্যদের সঙ্গে একদল মাদকবিক্রেতার গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এসময় রনি মিয়া (৩২) নামে এক মাদকবিক্রেতা নিহত হয়েছেন।

শনিবার (২৮ ডিসেম্বর) ভোরে বাড্ডা থানাধীন মগরদিয়া সাতারকুল এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

এসময় ঘটনাস্থল থেকে দুইটি ওয়ান শুটারগান, দু্টই শর্টগান, নয়টি কার্তুজ ও বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছেন র‌্যাব সদস্যরা।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান বাংলানিউজকে বলেন, বাড্ডার সাতারকুল এলাকায় একদল মাদকবিক্রেতা অবস্থান করছে, এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা সেখানে অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদকবিক্রেতারা গুলি ছুড়তে থাকে। পরে র‌্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে একজন নিহত হয় ও অন্যরা পালিয়ে যায়।

পরে জানা যায়, নিহত ওই ব্যক্তি মাদকবিক্রেতা রনি মিয়া। মাদকবিক্রেতাদের সঙ্গে এ গুলি বিনিময়ের ঘটনায় র‌্যাব-১’র একজন সদস্যও আহত হয়েছেন বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৮৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৯
পিএম/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।