ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

খুলনায় বেকারির কারখানায় আগুন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৯
খুলনায় বেকারির কারখানায় আগুন কারখানায় আগুন। ছবি: বাংলানিউজ

খুলনা: খুলনার বিকে রায় রোডের কুদরতীয়া জামে মসজিদের পাশের পপুলার বেকারি নামে একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) দিনগত রাত ৩টার দিকে ওই কারখানাটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর ৪টার দিকে আগুন নেভায়।

প্রতিষ্ঠানটির মালিক জামাল বাংলানিউজকে বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত হয়নি।

খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, রাতে ওই বেকারিতে আগুন লাগার খবর পায় কন্ট্রোল রুম। পরে বিভিন্ন স্টেশনের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো.  আকরাম হোসেন বাংলানিউজকে বলেন, ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট একত্রে কাজ করে আগুন নিভিয়েছে। তবে, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১০২৬ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৯
এমআরএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।