ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সাভারে নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৩ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৯
সাভারে নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

সাভার (ঢাকা): সাভার পৌর এলাকার জামসিং এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর (৪০) বস্তাবন্দি অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৮ ডিসেম্বর) সকালে পৌর এলাকার উত্তর জামসিং এলাকার মোনতাজ মোল্লার বাড়ির পেছন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ওই নারীর মুখ ক্ষত-বিক্ষত হওয়ায় প্রাথমিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।

এ বিষয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর জানান, স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে সাভারের জামসিং এলাকা থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মোজা দিয়ে ওই নারীর হাত বাঁধা এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।  

তিনি আরও জানান, প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে তাকে হত্যার পর হাত ও মুখ বেঁধে মরদেহটি বস্তায় ভরে রাখা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকার সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সেই সঙ্গে নিহত নারীর পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।