ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কনকনে শীতে ৩ দিন পর স্বস্তির রোদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৯
কনকনে শীতে ৩ দিন পর স্বস্তির রোদ রোদের মধ্যে বসে খোশ-গল্প করছেন কয়েকজন। ছবি; বাংলানিউজ

মাদারীপুর: টানা তিনদিন পরে শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে রোদের দেখা মিলেছে মাদারীপুরের আকাশে। তবে হালকা ঠাণ্ডা বাতাস বইতে থাকায় শীতের তীব্রতা খুব একটা কমেনি। তবে রোদের দেখা পাওয়ায় স্বস্তি দেখা দিয়েছে কর্মব্যস্ত মানুষের মধ্যে।

এদিকে শীতের মধ্যে কিছুটা উষ্ণতার জন্য অনেক স্থানেই রোদ পোহাতে দেখা গেছে সাধারণ মানুষকে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরেই শীতের প্রকোপ তীব্র আকার ধারণ করেছে।

জেলার বিভিন্ন স্থানে বিশেষ করে হতদরিদ্র মানুষের কাজকর্ম থমকে গেছে তীব্র শীত, কুয়াশা আর হিমেল বাতাসে।

এরই মধ্যে শনিবার দুপুরের দিকে হঠাৎ করেই রোদের দেখা মিললে অনেকটাই উৎফুল্লতা দেখা গেছে সাধারণ মানুষের মধ্যে। খেটে খাওয়া মানুষের মধ্যেও দেখা গেছে চাঞ্চল্যতা। স্থানীয় হাট-বাজারে সাধারণ মানুষের উপস্থিতিও বেড়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, হঠাৎ করেই রোদের দেখা মিললে পদ্মার চরাঞ্চলের এলাকার কৃষকদের মধ্যে কর্মব্যস্ততা বেড়ে গেছে। অনেকেই নিজ নিজ ফসলের ক্ষেতে কাজে নেমে পড়েছে।

এদিকে রোদ ওঠায় কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে কুয়াশা কেটে গেলে নৌ চলাচলে স্বাভাবিক গতি ফিরে এসেছে বলে ঘাট সূত্র জানিয়েছে। তাছাড়া রোদের কারণে সাধারণ যাত্রীদের মধ্যেও স্বস্তির দেখা মিলেছে।

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।