ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সোনারগাঁয়ে বাড়ির পাশ থেকে নারীর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৯
সোনারগাঁয়ে বাড়ির পাশ থেকে নারীর মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাড়ির পাশ থেকে সবেদা বেগম (৩৬) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (২৮ ডিসেম্বর) সকালে উপজেলার কাঁচপুর সুখেরটেক এলাকায় এ ঘটনা ঘটে। সবেদা বেগম এলাকার বাসিন্দা তোফাজ্জল হোসেনের স্ত্রী।

এলাকাবাসীর সূত্রে জানা যায়, শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে তোফাজ্জল ও সবেদার মধ্যে কোনো কিছু নিয়ে ঝগড়া হয়। এরই জেরে প্রথমে তোফাজ্জল বাড়ি থেকে বেড়িয়ে যান। পরবর্তী সময়ে তার স্ত্রী সবেদাও বাড়ি থেকে বেরিয়ে যান। কিন্তু এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।  

শেষমেশ শনিবার (২৮ ডিসেম্বর) সকালে বাড়ির পাশের বালুর মাঠে সবেদার লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। পরে দুপুরে পুলিশ গিয়ে সবেদার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে পাঠায়।

এ ব্যাপারে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড ময়নাতদন্তের আগে বোঝা যাবে না। নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই।

বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৯
এমআরপি/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।