ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কুড়িগ্রামে নৌ-প্রতিমন্ত্রীর শীতবস্ত্র বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৫ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৯
কুড়িগ্রামে নৌ-প্রতিমন্ত্রীর শীতবস্ত্র বিতরণ

কুড়িগ্রাম: কুড়িগ্রামে শীতার্ত মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে কুড়িগ্রাম কলেজ মোড়ের স্বাধীনতার বিজয়স্তম্ভে জেলা আওয়ামী লীগের উদ্যোগে তিনি এ শীতবস্ত্র বিতরণ করেন। এসময় পাঁচ শতাধিক শীতার্ত নারী-পুরুষের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন প্রতিমন্ত্রী।

 

শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাফর আলী, সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম টুকু, জেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি সাইদ হাসান লোবান, আবুল কালাম আজাদ, জিল্লুর রহমান টিটু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘন্টা, ডিসেম্বর ২৮, ২০১৯
এফইএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।