ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কালশী বস্তিতে আগুনে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৯ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৯
কালশী বস্তিতে আগুনে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ

ঢাকা: মিরপুরের কালশী বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

শনিবার (২৮ ডিসেম্বর) মন্ত্রণালয়ের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

এতে বলা হয়, শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে কালশী বস্তিতে ক্ষতিগ্রস্ত ৫১ টি পরিবারকে ২০ কেজি করে মোট এক হাজার ২০ কেজি চাল, দুই হাজার করে মোট এক লাখ ২ হাজার নগদ টাকা এবং পরিবার প্রতি একটি করে মোট ৫১টি কম্বল মানবিক সহায়তা হিসেবে দেওয়া হয়েছে।

 

স্থতিগ্রস্তদের হাতে এসব ত্রাণ তুলে দেন ঢাকার জেলা প্রশাসক আবু সালেহ মো. ফেরদৌস খান। এর আগে বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রাতে কালশী বস্তিতে আগুনে পুড়ে বেশ কিছু ঘর পুড়ে যায়।  

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২১০৯ 
এমআইএইচ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।