ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৭ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৯
পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

লালমনিরহাট: লালমনিরহাটের পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এরশাদ হোসেন (৪২) নাম এক কৃষকের মৃত্যু হয়েছে।

শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের কাউয়াবাড়ী গ্রামে এ দুঘর্টনা ঘটে। এরশাদ একই গ্রামের বাসিন্দা ছিলেন।

পাটগ্রাম ফায়ার সার্ভিসের ইনচার্জ আব্দুল হামিদ বাংলানিউজকে জানান, বিকেলে নিজ বাড়িতে বিদ্যুতের সংযোগ লাইন মেরামত করছিলেন এরশাদ। এসময় অসাবধানতাবশত তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। পরিবারের লোকজন বুঝতে পেরে ফায়ার সার্ভিসের সহায়তায় এরশাদকে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।