ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বেতন গ্রেড উন্নীত না হলে কঠোর কর্মসূচির হুমকি 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৯
বেতন গ্রেড উন্নীত না হলে কঠোর কর্মসূচির হুমকি 

ঢাকা: বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, ইউএনও কার্যালয়ের তৃতীয় শ্রেণীর কর্মচারীর পদ-পদবি পরিবর্তনসহ বেতন গ্রেড উন্নীতকরণের দাবি জানিয়েছে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস)।

শনিবার (২৮ ডিসেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলনে এ দাবি জানানো হয়।  

বাকাসস-এর মহাসচিব আনোয়ার হোসেন বলেন, দাবি আদায়ের জন্য আগামী বছরের ১ জানুয়ারি থেকে ২৭ মার্চ পর্যন্ত দেশজুড়ে কর্মবিরতিসহ নানা কর্মসূচি পালন করা হবে।

এই সময়ের মধ্যে দাবি মানা না হলে ২৮ মার্চ প্রেসক্লাবে মহাসমাবেশ করা হবে। সেখানেই কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।  

সম্মেলনে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমিটির সভাপতি আকবর হোসেন।  

বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৯
পিএস/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।