ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটসাইকেল আরোহী নিহত 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০০ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২০
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটসাইকেল আরোহী নিহত 

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী হাসেম রোডে পিকআপ ভ্যানের ধাক্কায় মোর্শেদ আলম (৪০) নামে মোটসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।  

প্রত্যক্ষদর্শী পথচারী সাব্বির আহমেদ বাংলানিউজকে জানান, রাতে হাসেম রোডে একটি পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী আলম গুরুতর আহত হন।

এসময় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, নিহত ব্যক্তির ড্রাইভিং লাইসেন্স থেকে তার নাম মোর্শেদ আলম বলে জানা গেছে। গ্রামের বাড়ি পাওয়া গেছে মুন্সিগঞ্জ। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা আছে।

বাংলাদেশ সময়: ০৪৫৮ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।