ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শিবগঞ্জে অস্ত্র-গুলিসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৮ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২০
শিবগঞ্জে অস্ত্র-গুলিসহ আটক ২

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা থেকে পিস্তল, ওয়ান শুটারগান, ম্যাগজিন, গুলিসহ দুই যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। 

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প।  

আটকরা হলেন- শিবগঞ্জ উপজেলার চৌধুরী বাগান বেকী মোড় এলাকার আকাশ ওরফে আনোয়ার (২২) ও একই উপজেলার বাশমহল এলাকার আলামিন (৩০)।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে উপজেলার ৭ নম্বর শ্যামপুর ইউনিয়নের ওপর কয়লা আমবাগানে অভিযান চালিয়ে অস্ত্র-গুলিসহ ওই দুই যুবককে আটক করা হয়। তাদের কাছ থেকে জব্দ করা হয় একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান, একটি ম্যাগজিন ও ছয় রাউন্ড গুলি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন আটক দুই যুবক। তাদের নামে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ০৭০৫ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।