ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পাথরঘাটায় ২০ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২০
পাথরঘাটায় ২০ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটায় অগ্নিকাণ্ডে ২০ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দিনগত রাত আড়াইটার দিকে উপজেলার কাঠালতলী ইউনিয়নের তালুক চরদুয়ানী বাজারে এ ঘটনা ঘটে। তবে আগুনের সুত্রপাত কোথা থেকে হয়েছে তা জানা যায়নি।

ফায়ার সার্ভিসের ফায়ারম্যান মো. সিদ্দিকুর রহমান বাংলানিউজকে জানান, আগুনে প্রায় ২০ ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়। এর মধ্যে ১২ দোকান সম্পূর্ণ পুড়ে গেছে, আটটি দোকান আংশিক পুড়েছে। ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

বাংলাদেশ সময়: ২২২৪ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৯
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।