ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বনানী সোসাইটির সভাপতি দিলন, সাধারণ সম্পাদক নূরুল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২০
বনানী সোসাইটির সভাপতি দিলন, সাধারণ সম্পাদক নূরুল

ঢাকা: রাজধানীর বনানী সোসাইটির দ্বি-বার্ষিক সাধারণ সভা ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে ২০২০-২১ সেশনের জন্য শওকত আলী ভূঁইয়া দিলন সভাপতি পদে ও সাধারণ সম্পাদক পদে নুরুল ইসলাম মোল্লাসহ দিলন-মোল্লা পরিষদ পূর্ণ প্যানেলে জয়লাভ করে।

বুধবার (১ জানুয়ারি) পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সাবেক নির্বাচন কমিশনার ছহুল হোসেনের নেতৃত্বে এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচন কমিশনের অন্য সদস্যরা হলেন- সাবেক সচিব মোবাইদুল ইসলাম ও সাবেক সচিব আশরাফ আলী খান।

নতুন নির্বাচিত কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আমিনুর রহমান খান, গোলাম মহিউদ্দিন লাতু ও আসাদুল্লাহ সিকদার, যুগ্ম সম্পাদক এসএম সামসুদ্দীন বাহার ও মোহাম্মদ সাইদ আহম্মেদ রাজা, কোষাধ্যক্ষ শফিকুজ্জামান (রতন), যুগ্ম কোষাধ্যক্ষ ইরফান ইসলাম।

এছাড়া নির্বাহী সদস্য হয়েছেন- আকলিমা রহমান, ইঞ্জিনিয়ার ছালাম চৌধুরী, হাসিনা ইসলাম সীমা, শাহানা রহমাতুল্লাহ, ওয়াহিদুজ্জামান (সুজন), মনির হোসেন চৌধুরী, ইঞ্জিনিয়ার আব্দুল কুদ্দুস, ইঞ্জিনিয়ার অসীম কুমার জোয়ারদার, ফয়জুল আবেদীন, মেজর সাইদ মোহাম্মদ হাসান, রওশন আরা বেগম ও আহসান রেজা।

বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২০
টিএম/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।