ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত হলেন শাহাবুদ্দিন আহমদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫২ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২০
জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত হলেন শাহাবুদ্দিন আহমদ

ঢাকা: অবসরোত্তর ছুটি (পিআরএল) ভোগরত সচিব শাহাবুদ্দিন আহমদ জাপানে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন।

বুধবার (০১ জানুয়ারি) এই নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, অভোগকৃত পিআরএল স্থগিতের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছরের জন্য তিনি (শাহাবুদ্দিন আহমদ) এই নিয়োগ পেয়েছেন।

জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করা রাবাব ফাতিমাকে গত সেপ্টেম্বর মাসে জাতিসংঘে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি নিয়োগ দেওয়া হয়।

শাহাবুদ্দিন আহমদ খাদ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালনের সময় গত ২০ ডিসেম্বর অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যান।

বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২০ 
জিসিজি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।