ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জ প্রেসক্লাবে রাষ্ট্রপতির জন্মদিন উদযাপন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৩ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২০
কিশোরগঞ্জ প্রেসক্লাবে রাষ্ট্রপতির জন্মদিন উদযাপন

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ প্রেসক্লাবে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ৭৭তম জন্মদিন উদযাপন করা হয়েছে। 

বুধবার (০১ জানুয়ারি) সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।

প্রেসক্লাবের সহ-সভাপতি প্রবীণ শিক্ষক আবু খালেদ পাঠানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন- প্রবীণ সাংবাদিক সুবীর বসাক, লেখক আবুল এহসান অপু, প্রেসক্লাবের সহ-সভাপতি সাইফউদ্দীন আহমেদ লেনিন, আনিসুজ্জামান খোকন, সহ-সাধারণ সম্পাদক আবু তাহের, প্রচার ও প্রকাশনা সম্পাদক নজরুল ইসলাম খায়রুল, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আনোয়ারুল ইসলাম ভূঁঞা, সাহিত্য, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক ফাইজুল হক গোলাপ প্রমুখ।



আলোচনা সভা পরিচালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাকাউদ্দিন আহাম্মদ রাজন।

আলোচনা সভা শেষে জন্মদিনের কেক কাটা হয়।

বাংলাদেশ সময়: ২১৪১ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।