ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বরিশালে বস্তিবাসীর ১৫ দফা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৮ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২০
বরিশালে বস্তিবাসীর ১৫ দফা

বরিশাল: বস্তি উচ্ছেদের প্রতিবাদে ও বস্তিবাসীদের জমি বন্দোবস্ত দেওয়াসহ ১৫ দফা দাবিতে বরিশালে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 
 

জেলা বস্তিবাসী ইউনিয়নের উদ্যোগে বুধবার (০১ জানুয়ারি) নগরের সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এক মানববন্ধন হয়।  

জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট একে আজাদসহ অন্যান্য নেতারা মানববন্ধনে বক্তব্য দেন।

তারা তাদের ১৫ দফা দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানান।  

মানববন্ধন শেষে একই দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

বাংলাদেশ সময়: ২১৬৩ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২০
এমএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।