ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সাড়ে ১৮ হাজার পিস ইয়াবাসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২০
সাড়ে ১৮ হাজার পিস ইয়াবাসহ আটক ২

ঢাকা: রাজধানীর বিমানবন্দর থানার কাওলা এলাকায় অভিযান চালিয়ে ১৮ হাজার ৪৬০ পিস ইয়াবাসহ দুই মাদক চোরাকারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১)।

বুধবার (১ জানুয়ারি) দিনগত রাতে কাওলা ফুটওভারব্রিজ সংলগ্ন সড়ক থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- মোহাম্মদ হোসেন ওরফে ভুট্টু (৪৯) ও মো. জাহেদ (৩২)।

র‌্যাব-১ এর স্কোয়াড কমান্ডার (সিপিসি-১) এএসপি মো. কামরুজ্জামান বাংলানিউজকে জানান, আটকরা একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্রের সক্রিয় সদস্য। তারা কক্সবাজার থেকে ইয়াবার চালানগুলো বিভিন্ন পরিবহনে করে রাজধানীসহ সারাদেশে মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করেন।  

আটক মোহাম্মদ হোসেন পেশায় একজন সবজি বিক্রেতা এবং জাহেদ একটি পরিবহনে সুপারভাইজার হিসেবে চাকরি করেন। এ পেশার পাশাপাশি তারা মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন। তাদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১০৫২ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২০
পিএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।