ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নাসিকের ১২ নম্বর ওয়ার্ডে শীতবস্ত্র বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৫ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২০
নাসিকের ১২ নম্বর ওয়ার্ডে শীতবস্ত্র বিতরণ নাসিকের ১২ নম্বর ওয়ার্ডে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ১২ নম্বর ওয়ার্ডের প্রায় এক হাজার শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল ও জ্যাকেট বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে এ শীতবস্ত্র বিতরণের উদ্বোধন করেন নাসিকের প্যানেল মেয়র মিনোয়ারা বেগম এবং এ বিতরণের উদ্যোক্তা ওয়ার্ড কাউন্সিলর শওকত হাসেম শকু।

শওকত বলেন, শীতে সাধ্যমত প্রতি বছরের মত এবারো শীতার্তদের পাশে দাঁড়াতে সাধ্যমত চেষ্টা করেছি।

সমাজের সব সামর্থ্যবান ব্যক্তির উচিত শীতার্তদের পাশে দাঁড়াতে এগিয়ে আসা।

এতে উপস্থিত ছিলেন খানপুরের সমাজ সেবক খোকন, ১২ নম্বর কাউন্সিলরের সচিব কাজি সিয়াম, নবী হোসেন, ফারু আহমেদ রিপন, হাবিবুর রহমান হবি, আসাদুজ্জামান দোলন, আনিসুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২০
এমআরপি/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।