ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মাদকের বিরুদ্ধে প্রয়োজন সবার সম্মিলিত প্রচেষ্টা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৫ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২০
মাদকের বিরুদ্ধে প্রয়োজন সবার সম্মিলিত প্রচেষ্টা

ফেনী: ফেনী জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান বলেছেন, মাদক থেকে দেশ ও সমাজকে মুক্ত করতে হলে সবাইকে সম্মিলিত প্রচেষ্টা চালাতে হবে।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমাদের দেশে অনেকে সহজে ধনী হতে গিয়ে অবৈধ কাজে জড়িয়ে পড়ে।

এর ফলে তারা যেমন নিজেরা ক্ষতিগ্রস্ত হয়, তেমনি তাদের পরিবার ও সমাজ ক্ষতিগ্রস্ত হয়।  

জেলা প্রশাসক মাদকের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হবার আহ্বান জানিয়ে বলেন, আমরা চাই না কোনোভাবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নষ্ট হয়ে যাক, দেশের ভবিষ্যত নষ্ট হয়ে যাক।  

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলাম জাকারিয়ার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন ফেনী জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান, ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরী, সিভিল সার্জন ডা. নিয়াতুজজামান, ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান প্রমুখ।

এর আগে সকালে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন শেষে জাতীয় সঙ্গীত পরিবেশনার মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হয়। পরে শান্তির পায়রা উড়িয়ে মাদক বিরোধী প্রচারনা সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোছা. সুমনি আক্তার, ফেনীর সিভিল সার্জন ডা. নিয়াতুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলাম জাকারিয়া, ফেনী সরকারী কলেজের অধ্যক্ষ বিমল কাক্তি পাল, জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের সহকারী পরিচালক আবু আবদুল্লাহ জাহিদ, ফেনী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সহ-সভাপতি আবুল কাশেম, পরিচালক গোলাম ফারুক বাচ্চু প্রমুখ।

পরে শহরের ভাষা শহীদ কমিউনিটি সেন্টার থেকে দিনটি উপলক্ষে এক র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়।

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২০
এসএইচডি/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।