ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পরিবেশ অধিদপ্তরের মামলায় জামিন পেলেন আব্দুল কুদ্দুছ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৪ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২০
পরিবেশ অধিদপ্তরের মামলায় জামিন পেলেন আব্দুল কুদ্দুছ

বান্দরবান: ইটভাটা পরিচালনার দায়ে বান্দরবানে পরিবেশ অধিদপ্তরের মামলায় জামিন পেলেন বান্দরবান সদরের সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা আব্দুল কুদ্দুছ।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকেল ৩টায় বান্দারবান জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, বুধবার (১ জানুয়ারি) দিনগত রাত ১টায় পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালতে সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুছকে ১০ বছরের জেল ও ১৭ লাখ টাকা জরিমানার আদেশ দেওয়া হয়।

পরে বৃহস্পতিবার বান্দরবান জেলা দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে আপিল শুনানি করা হলে আদালত বান্দরবান ৫০ হাজার টাকার বন্ডে দু’জন গণ্যমান্য ব্যক্তির জিম্মায় আব্দুল কুদ্দুছের জামিন মঞ্জুর করেন।

এসময় বান্দরবান জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমদাদ উল্লাহ ও সাবেক সাধারণ সম্পাদক সম্পাদক অ্যাডভোকেট ইকবাল করিম বলেন, পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালতের রায়ের বিরুদ্ধে দায়রা জজ আদালতে আপিল শুনানি হলে দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালত সাবেক সদর উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুছকে ৫০ হাজার টাকার বন্ডে দু’জন গণ্যমান্য ব্যক্তির জিম্মায় জামিন মঞ্জুর করেন।

বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২০
এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।