ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে ১০ হাজার কম্বল বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৫ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২০
বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে ১০ হাজার কম্বল বিতরণ

জয়পুরহাট: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে জয়পুরহাটে প্রথমবারের মত বিপুল পরিমান কম্বল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (০২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় জেলার আক্কেলপুর উপজেলার রুকিন্দীপুর ইউপি চেয়ারম্যান ও জয়পুরহাট জেলা আ’লীগের কোষাধ্যক্ষ আহসান কবীর এপ্লবের নিজ অর্থায়নে ১০ হাজারেরও বেশি শীতার্ত অভাবী মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আক্কেলপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুস সালাম আকন্দ, ভাইস চেয়ারম্যান জিয়াউল হক জিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মজিবর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক নূরে আলম,  রুকিন্দীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ফরিদ আলম, মুক্তিযোদ্ধা আব্দুস সালাম প্রমূখ।

উপজেলার নলাডাঙ্গা গ্রামের বিধবা সুধা রানী ̣(৭৫), মিনতী রানী (৭০), চকবিলা গ্রামের ৮০ বছরের বৃদ্ধ  ইউনুস আলীসহ শীত বস্ত্র নিতে আসা অসহায় নারী-পুরুষরা জানান, শীতে জীবন যায় যায় অবস্থা, চেয়ারম্যানের কাছ থেকে কম্বল পাইছি বাবা,  আজ রাতে ভালো ঘুম হবে।

এ ব্যাপারে রুকিন্দীপুর ইউপি চেয়ারম্যান আহসান কবীর এপ্লব বলেন, জয়পুরহাটে এবার স্মরণকালের সব চেয়ে বেশি শীত পরেছে। এমন শীতে হাজারো অসহায় মানুষ শীতে কাঁপছেন। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে আমার সাধ্যমত শীত বস্ত্র দিয়ে চেষ্টা করেছি। যার যার অবস্থান থেকে এই সব হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিনীত আহবানও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৩৪০ ঘন্টা, জানুয়ারি ০৩, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।