ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নীলফামারীতে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৯ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২০
নীলফামারীতে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৩

নীলফামারী: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মাইক্রোবাসচালকসহ আরও নয়জন।

শুক্রবার (৩ জানুয়ারি) সকাল ৭টার দিকে ডোমার-পঞ্চগড় সড়কের অবিলের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজনের মধ্যে দুইজনের নাম-পরিচয় পাওয়া গেছে।

তারা হলেন- নীলফামারীর জলঢাকা উপজেলার খারিজা গোলনা নবাবগঞ্জ গ্রামের জহুরুল ইসলাম (৬৫) ও তার বোন আনোয়ারা বেগম (৫৭)। আহতদের বাড়িও একই গ্রামে হবে বলে ধারণা করছে পুলিশ।

এলাকাবাসী জানায়, জহুরুলের মেয়ে জামাইয়ের বাড়ি বগুড়ার মোকামতলায়। তার জামাই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ায় সকালে তারা একটি মাইক্রোবাসে করে চালকসহ ১২ মোকামতলায় যাচ্ছিলেন। পথে অবিলের বাজার এলাকায় এলে ঢাকা থেকে ছেড়ে আসা একটি বাসের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জহুরুল, তার বোন আনোয়ারা ও আরেকজনের মৃত্যু হয়। এসময় আহত হন মাইক্রোবাসচালকসহ আরও নয়জন।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি জানান, আহতদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১২২৬ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২০
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।