ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত চারজনের পরিবারকে অনুদান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৬ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২০
লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত চারজনের পরিবারকে অনুদান নিহতদের পরিবারের সদস্যদের হাতে অনুদান তুলে দেন জেলা প্রশাসক। ছবি: বাংলানিউজ

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত চার শ্রমিকের পরিবারকে ২০ হাজার টাকা করে অনুদান দিয়েছে জেলা প্রশাসন। 

শুক্রবার (৩ জানুয়ারি) বিকেলে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে নিহত শ্রমিকদের পরিবারের সদস্যদের হাতে এ অনুদান তুলে দেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুর রিদওয়ান আরমান শাকিল, ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন মুশু পাটোয়ারী, পৌর কাউন্সিলর মোহাম্মদ আলী প্রমুখ।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল সোয়া ৮টার দিকে লক্ষ্মীপুর-বেগমগঞ্জ সড়কের পল্লী বিদ্যুৎ এলাকায় চাকা ফেটে পিকআপ ভ্যান খাদে পড়ে চার নির্মাণ শ্রমিক প্রাণ হারান।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২০
এসআর/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।