ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নীলফামারীতে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪০ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২০
নীলফামারীতে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা 

নীলফামারী: নীলফামারীতে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ জানুয়ারি) বিকেলে নীলফামারী সদর উপজেলার সোনারায় ইউনিয়নের শাটিপাড়ায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

স্থানীয় ‘আলোকিত জিগাতলার মোড়’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন এ প্রতিযোগিতার আয়োজন করে।

সোনারায় ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মানিক ও স্থানীয় সমাজসেবক আব্দুর রাজ্জাকের পৃষ্ঠপোষকতায় ওই ইউনিয়নে প্রথমবারের মতো অনুষ্ঠিত হওয়া ঘোড়া দৌড় প্রতিযোগিতার উদ্বোধন করেন সোনারায় সংগলশী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল মজিদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান।  
সোনারায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান শাহ মান্নুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য ইসরাত জাহান পল্লবী, সদর উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান শান্তনা চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান প্রমুখ।

প্রতিযোগিতায় রংপুরের তারাগঞ্জের মহসীন সওয়ারী প্রথম স্থান অধিকার করেন। প্রতিযোগিতা শেষে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। প্রতিযোগিতায় নীলফামারী ছাড়াও রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড়ের ৪০ জন সওয়ারী তাদের ঘোড়া নিয়ে অংশ নেয়।
 
গ্রামীণ জনপদের জনপ্রিয় ঘোড়দৌড় প্রতিযোগিতার মাঠে জেলার অন্তত ৪০ হাজার মানুষ উপস্থিত থেকে তা উপভোগ করেন।  

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।