ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় ইয়াবাসহ দুই বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৭ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২০
ব্রাহ্মণবাড়িয়ায় ইয়াবাসহ দুই বিক্রেতা আটক

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় এক হাজার চারশ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই বিক্রেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে জেলা শহরের কাউতলী মোড়ের রাজধানী হোটলের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- জেলা কসবা উপজেলার জামাল মিয়ার ছেলে জাকির হোসেন (২০), একই উপজেলার বজলুর রহমানের ছেলে রাসেল (২৬)।

জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. জিয়াউল হক বাংলানিউজকে জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে শহরের কাউতলী মোড়ের রাজধানী হোটেলের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে এক হাজার চারশ পিস ইয়াবা জব্দ করা হয়।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।