ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

হাজারীবাগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ ভাইসহ ৩ জনের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২০
হাজারীবাগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ ভাইসহ ৩ জনের মৃত্যু

ঢাকা:  রাজধানীর হাজারীবাগ এলাকায় শিকদার মেডিক্যাল হাসপাতালের পেছনে নদীর সীমানা পিলার বসানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আরও এক শ্রমিক আহত হয়েছেন।

বুধবার (২২ জানুয়ারি) সকাল ১০টা ৪২ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি কর্মকর্তা এরশাদ হোসেন।

তিনি জানান, সকাল ১০টা ৪২ মিনিটে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। পরে ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করি। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। তাকে উদ্ধার করে শিকদার মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-অপারেশন) জাকির হোসাইন ঘটনাস্থল থেকে বাংলানিউজকে জানান, নিহত তিনজনের মধ্যে দুইজন আপন ভাই। নিহতরা হলেন জহুর শেখ ও তার ভাই সাইফুল শেখ এবং মঞ্জুরুল নামে আরেক শ্রমিক।

তিনি আরও জানান, শিকদার মেডিক্যাল কলেজ হাসপাতালের পেছনে নদীর সীমানা পিলার বসানোর জন্য পাইলিংয়ের কাজ চলছিল। এ সময় উপরে থাকা ১১ হাজার ভোল্ট তারের সঙ্গে ওই পিলারের স্পর্শ লাগে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১১৪৮ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২০/আপডেট: ১২১৭ ঘণ্টা,
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।