ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

৪ দিন পর পঞ্চগড়ের আকাশে দেখা মিলল সূর্যের

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২০
৪ দিন পর পঞ্চগড়ের আকাশে দেখা মিলল সূর্যের

পঞ্চগড়: গত ৪ দিন পর দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে দেখা মিলেছে সূর্যের। চলমান শৈত্যপ্রবাহের সঙ্গে ঠাণ্ডা বাতাস ও ঘন কুয়াশার পর স্বস্তি ফিরে এসেছে এই জনপদের মানুষের মধ্যে। 

বুধবার (২২ জানুয়ারি) সকাল ১১টায় সূর্যের মুখ দেখা যায়। এরআগে, সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া অফিসে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

সরেজমিনে আব্দুল হাই নামে একজন রিকশা চালক বাংলানিউজকে বলেন, গত কয়েক দিনের শীতে প্রায় কাজ করতে পারছি না। আজ সূর্যের দেখা দেওয়ায় আবহাওয়াটা কিছুটা ভালো লাগছে।

শরিফুল নামে আরেকজন জানান, এতোটাই ঠাণ্ডা বাতাস বইছে যে চলাচল করা যায় না। গরম কাপড় পরেও ঠাণ্ডা কমছে না। রোদের তাপে একটু গরম হওয়ার চেষ্টা করছি।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, সামনে আরও শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

বাংলাদেশ সময়: ১১৫৯ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।