ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় প্রতিবন্ধীকে ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৯ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২০
কুষ্টিয়ায় প্রতিবন্ধীকে ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন

কুষ্টিয়া: কুষ্টিয়ার কুমারখালীতে বুদ্ধি প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণ দায়ে আনসার আলী (৭০) নামে এক বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে পঞ্চাশ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেন আদালত।

বুধবার (২২ জানুয়ারি) দুপুরে কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সী মশিয়ার রহমান জনাকীর্ণ আদালতে এ রায় দেন। রায় দেওয়ার সময় আসামি কুমারখালী উপজেলার হোগলাবাড়ি এলাকার আনসার আলী আদালতে উপস্থিত ছিলেন।

 

আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১৯ ফেব্রুয়ারি দুপুরে উপজেলার হোগলাবাড়ি মাঠে বুদ্ধি প্রতিবন্ধী ওই কিশোরী মসুর ক্ষেতে ছাগল তাড়াইতে গেলে আসামি আনসার আলী প্রলোভন দেখিয়ে গমক্ষেতে নিয়ে ধর্ষণ করে। এ এঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে কুমারখালী থানায় আনসার আলীর বিরুদ্ধে মামলা করেন। মামলাটি তদন্ত শেষে ২০১৭ সালের ২৯ মে আদালতে চার্জশিট দেয় পুলিশ।

কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের সরকারি কৌঁসুলী (পিপি) আব্দুল হালিম জানান, কুমারখালী থানার এ ধর্ষণ মামলাটিতে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগে চার্জ গঠনপূর্বক দীর্ঘ সাক্ষ্য-শুনানি শেষে সন্দেহাতীত প্রমাণিত হওয়ায় তাকে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ৯(১) ধারায় যাবজ্জীবন কারাদণ্ডসহ ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর সাজার আদেশ দিয়েছেন বিজ্ঞ আদালত।

বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২০
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।