ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

কৃষি সেক্টরে বাংলাদেশের সহযোগিতা চায় ব্রুনাই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২২ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২০
কৃষি সেক্টরে বাংলাদেশের সহযোগিতা চায় ব্রুনাই

ঢাকা: কৃষিখাতের সম্প্রসারণে বাংলাদেশের সহযোগিতা চেয়েছে ব্রুনাই দারুসসালাম। বুধবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহের কথা জানান ঢাকায় নবনিযুক্ত ব্রুনাইয়ের হাইকমিশনার হারিস বিন ওথমান।

জাতীয় সংসদ ভবনস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

হারিস বিন ওথমান বলেন, বাংলাদেশ কৃষিখাতে ব্যাপক উন্নয়ন সাধন করেছে, কাজেই আমাদের কৃষিখাতের বিশেষ করে হ্যাচারি (কৃত্রিম মাছের পোনা উৎপাদন) খাতের সম্প্রসারণে সহায়তা চাই।

এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, খাদ্যশস্য এবং সবজি উৎপাদনের সাফল্য নিয়ে ব্রুনাইয়ের সঙ্গে বাংলাদেশ অভিজ্ঞতা বিনিময় করতে পারে।

সারাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার কথা উল্লেখ করে সেখানে বিনিয়োগ করতে ব্রুনাইকে আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী।

‘মুজিব বর্ষ’ উদযাপনকালে ব্রুনাই সুলতানকে স্বাগত জানাতে বাংলাদেশ অপেক্ষমান রয়েছে বলে উল্লেখ করে শেখ হাসিনা।

এসময় সম্প্রতি ব্রুনাই সফরের কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী। তিনি নবনিযুক্ত হাইকমিশনারকে স্বাগত জানান এবং দায়িত্ব পালনকালে সবধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন।

দুই দেশের মধ্যে ব্যবসা এবং বাণিজ্য বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন ব্রুনাই দারুসসালামের হাইকমিশনার।

পণ্য রপ্তানির ক্ষেত্রে দুই দেশের মধ্যে বিদ্যমান ’দ্বৈতকর নীতি’ পরিহার করার বিষয়টিও প্রধানমন্ত্রীর কাছে উত্থাপন করেন তিনি।

বাংলাদেশের চমকপ্রদ অর্থনৈতিক সমৃদ্ধির বিশেষ করে জিডিপি প্রবৃদ্ধি এবং দারিদ্র্য বিমোচনের প্রশংসা করেন হারিস ওথমান।

বাংলাদেশ থেকে মাংস আমদানিতেও আগ্রহ প্রকাশ করেন ওথমান।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস।

বাংলাদেশ সময়: ২৩২০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২০
এমইউএম/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।