মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) মাথিয়ারা এলাকার তোফাজ্জল হোসেন মসজিদের পেছনে মাওলানা মুফতী মোহাম্মদ আলীর বাড়িতে সংযোগ নেওয়ার সময় সংযোগটি বিচ্ছিন্ন করা হয়।
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন ফেনীর ব্যবস্থাপক মো. শাহাব উদ্দিন জানান, তারা খবর পান যে, মাথিয়ারা এলাকায় অবৈধ গ্যাস সংযোগ দেওয়া হচ্ছে।
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন ফেনীর প্রকৌশলী কামরুল হাসান বলেন, এ ধরনের সংযোগ খুবই ঝুঁকিপূর্ণ। এতে বড় ধরনের দুর্ঘটনা হতে পারে।
অবৈধ গ্যাস লাইনের গ্রাহক মাওলানা মুফতী মোহাম্মদ আলী বলেন, আজাদ এন্টারপ্রাইজের ঠিকাদার আরিফুল ইসলামের মাধ্যমে তিনি সংযোগটি নিচ্ছিলেন।
শাহাব উদ্দিন জানান, অবৈধ কার্যক্রমের কারণে আরিফুল ইসলাম নামের এ ঠিকাদারকে অনেক আগেই কালো তালিকাভুক্ত করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২০
এসএইচডি/আরবি/