মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-১ আদালতের বিচারক মাফরোজা পারভীন এ রায় দেন।
মামলা সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বেতবাড়িয়া গ্রামের হাবিবুর রহমানের মেয়ে ফেরদৌসাকে ২০০৯ সালে সামাজিকভাবে বিয়ে করেন পৌর এলাকার গোকর্ণঘাট গ্রামের নাসির মিয়ার ছেলে মো. শাহিন মিয়া।
এ ঘটনায় শাহীনকে প্রধান আসামি করে মোট চারজনের নামে হত্যা মামলা করেন ফেরদৌসার বাবা হাবিবুর রহমান। মামলার পর শাহীনকে পুলিশ গ্রেফতার করলে আদালতে ১৬৪ ধারা হত্যার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে বাদী তিন আসামিকে মামলা থেকে অব্যাহতি দিয়ে শুধুমাত্র শাহিনকে প্রধান অভিযুক্ত আসামি করা হয়। দীর্ঘ সাক্ষ্য-প্রমাণ শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় মঙ্গলবার এ রায় ঘোষণা করেন আদালত।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী মফিজুর রহমান বাবুল রায়ে সন্তোষ প্রকাশ করে বাংলানিউজকে বলেন, এই রায় নারী নির্যযাতন ও হত্যার দৃষ্টান্ত হয়ে থাকবে।
বিবাদীপক্ষের আইনজীবী ওসমাণ গণি বাংলানিউজকে বলেন, এ রায়ে আমরা সন্তুষ্ট না। ন্যায় বিচারের জন্য উচ্চ আদালতে আপিল করবো।
বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২০
এসআরএস