ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

মানিকগঞ্জে কাভার্ড ভ্যানচাপায় বাবা-মেয়ে নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২০
মানিকগঞ্জে কাভার্ড ভ্যানচাপায় বাবা-মেয়ে নিহত

মানিকগঞ্জ: ঢাকা-আরিচা মহাসড়কের জাগীর উচ্চ বিদ্যালয়ের সামনে কাভার্ড ভ্যানচাপায় মোটরসাইকলে আরোহী বাবা-মেয়ে নিহত হয়েছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৪টার দিকে এ সড়ক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন, জেলার সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের গোলড়া এলাকার হাজী ফজলুল হকের ছেলে হেদায়াতুল উল্লাহ হক (৪৫) এবং হেদায়াতুলের মেয়ে সারা পারভিন (৪)।

একই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে হেদায়াতুলের বড় মেয়ে।

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বাংলানিউজকে বলেন, দুই মেয়েকে নিয়ে মোটরসাইকেলে করে মানিকগঞ্জ শহরে যাওয়ার পথে জাগীর এলাকায় একটি কাভার্ড ভ্যান চাপা দিলে ঘটনাস্থলেই বাবা-মেয়ে নিহত হয়। একই দুর্ঘটনায় আহত অপরজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। কাভার্ড ভ্যানটির চালকসহ আটক করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২০
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।