সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের বরিশাল মহানগর শাখার সভাপতি প্রতিভা রায়ের সঞ্চলনায় সেমিনারে সভাপতিত্ব করেন বিজ্ঞান আন্দোলন মঞ্চ কেন্দ্রীয় কমিটির সভাপতি ইমরান হাবীব রুমন।
এতে বক্তব্য রাখেন শেখ সাহেরা খাতুন মেডিক্যাল কলেজের অধ্যাপক রাফি আহম্মেদ, বিজ্ঞান আন্দোলন মঞ্চ বরিশাল জেলা শাখার উপদেষ্টা ডা. মনীষা চক্রবর্তী, অমৃত লাল দে মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সুভাষ সিংহ পাল, প্রাণিবিদ্যার শিক্ষক শশাংক শেখর বর্ধন।
সেমিনারে প্রধান বক্তা অধ্যাপক রাফি আহমেদ করোনা ভাইরাস, ভাইরাসজনিত রোগ, রোগের লক্ষণ, প্রতিকার এবং করণীয় বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
এদিকে করোনা ভাইরাস মোকাবিলায় বরিশালে আগাম সর্তক অবস্থানে রয়েছে স্বাস্থ্য ও স্থানীয় প্রশাসন। জেলা ও মেডিক্যাল কলেজ হাসপাতালগুলোতে আলাদা করে পাঁচটি আইসোলেশন বেড প্রস্তুত রাখা হয়েছে।
জানা গেছে, করোনা ভাইরাস সংক্রামণ প্রতিরোধে বরিশাল, পটুয়াখালী ও পিরোজপুরের তিনটি বড় প্রকল্পে কর্মরত প্রায় সাড়ে তিন হাজার চীনা নাগরিকদের নিজ দেশে না যাবার পরামর্শ দেওয়া হয়েছে। বরিশালের লেবুখালীর পায়রা সেতু, পিরোজপুরের বেকুঠিয়াতে ‘৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু’ ও পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র বাস্তবায়নে প্রায় সাড়ে তিন হাজার চীনা প্রকৌশলী ও কর্মচারী কর্মরত আছেন।
স্থানীয় জেলা প্রশাসনের পক্ষ থেকে ওইসব এলাকায় কর্মরত চীনা কর্মকর্তা ও শ্রমিকদের করোনা ভাইরাসের উপসর্গ, লক্ষণসমূহ এবং করণীয় সম্পর্কে অবহিত করা হয়েছে।
পাশাপাশি তাপবিদ্যুৎ কেন্দ্রের চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদেরও সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে। তাপবিদ্যুৎ কেন্দ্রের যেসব চীনা নাগরিক দেশে গেছেন তারা যেন এ মুহূর্তে বাংলাদেশে ফিরে না আসেন সেজন্য তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তাদের সতর্ক করা হয়েছে।
এদিকে করোনা ভাইরাস মোকাবিলায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে নতুন ওয়ার্ডে স্থাপন করাসহ ভেল্টিলেটিং মেশিন এবং যাবতীয় চিকিৎসা সরঞ্জাম প্রস্তুত রাখা হয়েছে।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য দফতরের সহকারী পরিচালক ডাক্তার শ্যামল কৃষ্ণ জানান, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী বরিশাল বিভাগের সব জেলা ও মেডিক্যাল কলেজ হাসপাতালকে করোনা ভাইরাস চিকিৎসায় পাঁচ বেডের আইসোলেশন ইউনিট খোলার নির্দেশ দেওয়া হয়েছে। দক্ষিণাঞ্চলে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার কোনো শঙ্কা না থাকলেও মোকাবিলায় বরিশালের স্বাস্থ্য বিভাগ সব প্রস্তুতি গ্রহণ করেছে।
বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২০
এমএস/আরবি/