ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

ধনবাড়ীতে ভাতিজাদের হাতে চাচা খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২০
ধনবাড়ীতে ভাতিজাদের হাতে চাচা খুন

টাঙ্গাইল: টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বানিয়াজান ইউনিয়নের বলদীআটা গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ভাতিজাদের হাতে চাচা খুন হওয়ার অভিযোগ উঠেছে। 

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনায় পুলিশ নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত ইন্তাজ আকন্দ (৬৫) উপজেলার বলদীআটা গ্রামের বাসিন্দা।



নিহত ইন্তাজ আকন্দের স্ত্রী খোদেজা বেগম ও তার মেয়ে চামেলী বলেন, দীর্ঘদিন ধরে আলাউদ্দিন বিএস ও তার ভাই তোতা মিয়া, লিটন হোসেন এবং হাছেনরা আমাদের সঙ্গে জমি নিয়ে বিরোধ করে আসছিল। মঙ্গলবার দুপুরে আমার বাবা জমি চাষ করতে গেলে প্রতিপক্ষ আলাউদ্দিন গং মিলে আমার বাবাকে বাধা দেয়। সেখানে কথা কাটাকাটির এক পর্যায় আমার বাবাকে তারা  মারপিট করে করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁন মিয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২০
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।