ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

যাত্রাবাড়ীতে ফেনসিডিলসহ দুই যুবক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২০
যাত্রাবাড়ীতে ফেনসিডিলসহ দুই যুবক আটক

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ৬০০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশক ব্যাটালিয়ন (র‌্যাব-৩)।

আটকরা হলেন- মাহমুদুর রহমান ওরফে খোকন (৩৮) ও ইসহাক আলী (৩৫)।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে র‌্যাব-৩ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার বিনা রানী দাস বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালায় র‌্যাব-৩ এর একটি দল। অভিযানে ৬০০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে র‌্যাব সদস্যরা। এসময় একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়।

তিনি আরও জানান, আসামিরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে উত্তরবঙ্গ থেকে কুরিয়ার সার্ভিসের পরিবহনের মাধ্যমে কৌশলে ঢাকাসহ সারাদেশে মাদক সরবরাহ করে আসছিলো। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২০
এমএমআই/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।