মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার নামুজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দু’জন হলো- বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ সাহাপাড়ার নেপাল সরকারের ছেলে পলাশ সরকার ও তার ভাগনে বগুড়া সদর উপজেলার নামুজা নাথপাড়ার নিত্য সরকারের ছেলে শ্রীমনি।
পুলিশ জানায়, পলাশ তার ভাগনেকে নিয়ে বাড়ি ফেরা পথে চৌমহুনী বাজারে সড়ক পারাপার হওয়ার সময় দ্রুতগতির বালু বোঝাই একটি ট্রাক তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই শিশু শ্রী মনির মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন পলাশকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করে। পরে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় পলাশের মৃত্যু হয়।
বগুড়ার ছিলিমপুর পুলিশ ফাঁড়ি উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আজিজ মণ্ডল বাংলানিউজকে জানান, সকালে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে মারা যায় শিশু শ্রী মনি। বিকেলে আহত পলাশ শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলেও জানান এসআই আজিজ।
বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২০
কেইউএ/আরআইএস/