মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বড়শশী ইউনিয়নের দাড়িয়ার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। অনুপ চন্দ্র রায় একই ইউনিয়নের চোপড়ামারি এলাকার সন্তোষ রায়ের ছেলে ও দইখাতা নাজিরহাট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।
স্থানীয়রা জানান, প্রাইভেট পড়া শেষ করে বাড়ি ফেরার পথে ওই এলাকায় ট্রাক্টরচাপায় আহত হয় অনুপ চন্দ্র রায়। এসময় স্থানীয়রা ছেলেটিকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক নুসরাত জাহান লোপা।
বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২০
এসআরএস