মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) দুপুরে জেলার মেলান্দহের মালঞ্চে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।
উপাচার্য বলেন, জাতির পিতা আমাদের একটি দেশ দিয়ে গেছেন।
গাছের চারা রোপণ এবং পরিচর্যার বিষয়ে সবাইকে আরও যত্নবান হবার আহ্বান জানান অধ্যাপক ড. সৈয়দ সামসুদ্দিন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সুশান্ত কুমার ভট্টাচার্য, সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান ড. এ এইচ এম মাহবুবুর রহমান, সিএসই বিভাগের চেয়ারম্যান ড. মাহমুদুল আলম, গণিত বিভাগের চেয়ারম্যান ড. মুহম্মদ শাহজালাল, ফিশারিজ শিক্ষক-শিক্ষার্থীসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২০
এমএ