ঢাকা: রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদের চুক্তির মেয়াদ আরও ২ বছর বাড়িয়েছে সরকার।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) আবুল কালামের চুক্তির মেয়াদ দুই বছর বাড়িয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রধানমন্ত্রীর সাবেক প্রেস সচিব আবুল কালাম আজাদকে ২০১৪ সালের ৩ ফেব্রুয়ারি ৩ বছরের জন্য বাসসের ওই পদে নিয়োগ দেওয়া হয়।
এরপর ২০১৭ সালের ৭ ফেব্রুয়ারি চুক্তির মেয়াদ ৩ বছর বাড়ানো হয়েছিল। নতুন করে মেয়াদ বাড়ানো চুক্তির আদেশে বলা হয়, ৪ ফেব্রুয়ারি বা যোগদানের তারিখ থেকে এ মেয়াদ কার্যকর হবে।
বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২০
এমআইএইচ/ওএইচ/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।