মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলার আমানউল্লাহপুর গ্রামে এ ঘটনা ঘটে। মফিজুল ওই গ্রামের মৃত ধন মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে মফিজুলের কয়েকটি হাঁস তার চাচাতো ভাই বয়াতুলের জমিতে নামে। এতে জমির ফসলের ক্ষতি হলে বয়াতুলের সঙ্গে মফিজুলের বাক-বিতণ্ডা হয়। এক পর্যায়ে বয়াতুল ধারালো দা দিয়ে মফিজুলের গলায় আঘাত করলে গুরুতর আহত হয় সে।
তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম জানান, মরদেহের গলায় গুরুতর আঘাত রয়েছে। খুনিকে গ্রেফতারে চেষ্টা অব্যাহত রয়েছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন। এছাড়া তাদের দুই পরিবারে মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২০
আরবি/