ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

মেঘালয়ে বাংলাদেশ-ভারতের যৌথ সামরিক মহড়া

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২০
মেঘালয়ে বাংলাদেশ-ভারতের যৌথ সামরিক মহড়া বাংলাদেশ-ভারতের যৌথ সামরিক মহড়া সম্প্রীতি-৯’এ অংশগ্রহণকারী উভয়দেশের সেনাসদস্যরা।

ঢাকা: ভারতের মেঘালয়ে বাংলাদেশ ও ভারতীয় সেনাবাহিনীর অংশগ্রহণে শুরু হয়েছে যৌথ সামরিক মহড়া সম্প্রীতি-৯।

শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মেঘালয় রাজ্যের উমরোই সেনানিবাসে বাংলাদেশ-ভারতের এ যৌথ সামরিক মহড়া গত ৩ ফেব্রুয়ারি (সোমবার) থেকে শুরু হয়।

মহড়া চলবে আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত।

১৪ দিনের এ সামরিক মহড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর ৪২তম ইনফেন্ট্রি রেজিমেন্টের ১৬৯ জন সেনা কর্মকর্তা ও সৈনিক এবং ভারতীয় সেনাবাহিনীর ২০ বিহার রেজিমেন্টের ১৪২ জন সেনা কর্মকর্তা ও সৈনিক অংশগ্রহণ করবেন।

উভয়দেশের সেনাসদস্যদের কাউন্টার টেররিজম বিষয়ে প্রশিক্ষিত করাই এ মহড়ার উদ্দেশ্য বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ২১৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২০
এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।