গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
গাজীপুর ফায়ার সার্ভিস জোন-৩ এর উপ-সহকারী পরিচালক আব্দুল আলিম জানান, মৌচাক এলাকায় একটি খোলা জায়গায় রাখা ঝুটে আগুন লাগে।
মুহূর্তের মধ্যে আগুন পাশের একটি চারতলা বাড়ির প্রথম ও দ্বিতীয় তলায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জয়দেবপুর, কালিয়াকৈর ও ডিবিএল ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করে। পরে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
আব্দুল আলিম জানান, ক্ষতি ও আগুন লাগার সূত্রপাত তদন্তের পর বলা যাবে। আগুনে হতাহতের কোনো খবর এখনো পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২০
আরএস/এবি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।