শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে ধোপাছড়ি যাওয়ার পথে বান্দরবান ‘হ ১১-২৬৪০’ এবং বান্দরবান ‘হ ১১-১৫২১’ নম্বরের ভাড়ায় চালিত দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এই দুর্ঘটনায় মোটরসাইকেলের আরোহী সফিকা বেগম গুরুতর আহত হন।
এলাকাবাসীর সহযোগিতায় আহত অবস্থায় ওই নারীকে ঘটনাস্থল থেকে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বান্দরবান সদর থানার পুলিশ উপ-পরিদর্শক (এসআই) প্রণব কান্তি দাশ বলেন, মরদেহ ময়না তদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে রয়েছে। ঘটনাস্থল হতে দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল দু’টি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। তবে ঘটনাস্থল থেকে চালক পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে অনুসন্ধান চলছে।
বাংলাদেশ সময়: ২৩১২ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২০
জেআইএম