ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

সোনারগাঁওয়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২০
সোনারগাঁওয়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

ঢাকা: নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে তিন হাজার ৮৮০ পিস ইয়াবাসহ মিন্টু মিয়া (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) দিনগত রাতে র‍্যাব-১০’এর অধিনায়ক অ্যাডিশনাল ডিআইজি মো. কাইয়ুমুজ্জামান খান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, র‍্যাব-১০’এর একটি দল নারায়ণগঞ্জের সোনারগাঁও থানাধীন মোগরাপাড়া এলাকা থেকে ৩ হাজার ৮৮০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

এসময় তার কাছ থেকে তিনটি মোবাইল ফোন ও ৪৩ হাজার ৮০০ টাকা জব্দ করা হয়েছে।  

আটক মিন্টুর বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে বলেও জানান এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ০৩২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২০
এমএমআই/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।