শনিবার (০৮ ফেব্রুয়ারি) সকালে তেজগাঁও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের ডিউটি অফিসার মোক্তার হোসাইন বাংলানিউজকে জানান, বনানীস্থ টিঅ্যান্ডটি কলোনি বস্তির আগুন ভোর ৫টায় নিয়ন্ত্রণে এসেছে। আগুনের সূত্রপাতের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।
এর আগে শুক্রবার (০৮ ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে তিনটায় এ আগুনের সূত্রপাত হলে খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট ছুটে যায়। পরবর্তীতে আরও ৪টি ইউনিট যুক্ত হয়। এরপর মোট ২২টি ইউনিটের ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
বাংলাদেশ সময়: ০৭১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২০
পিএম/এজেডএস/জিসিজি/জেআইএম