সে নারায়ণগঞ্জের চর সৈয়দপুর গ্রামের মো. জলিলের ছেলে। সুমন ডক ইয়ার্ডের শ্রমিকের কাজ করতেন বলে জানা গেছে।
শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) দিনগত রাত পৌনে ১১টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। মুন্সিগঞ্জ ট্রাফিক পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ দেখতে পায়। মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে গিয়েছে। দুর্ঘটনার সঠিক কারণ এখনো জানা যায়নি। তবে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, সেতুর রেলিংয়ের সঙ্গে মোটরসাইকেল বেপরোয়া গতিতে ধাক্কায় এই ঘটনা ঘটেছে।
তিনি আরও জানান, নিহতের পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হচ্ছে এবং বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে।
বাংলাদেশ সময়: ০৭৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২০
জেআইএম