শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলা সদরের স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন মো. জসিমের ওষুধের দোকান থেকে আবু নাইম মোল্লাকে আটক করা হয়।
আটক আবু নাইমের উপজেলার পশ্চিম সুজনকাঠী এলাকার বাসিন্দা।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, আটক নাইম ‘আমি মুসলিম’ নামে একটি ফেসবুক আইডি চালাতেন। তার বিরুদ্ধে জঙ্গি তৎপরতার সঙ্গে জড়িত থাকার প্রমাণ পায় পুলিশের অ্যান্টি-টেরোরিজম ইউনিট। এর পরিপ্রেক্ষিতেই অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এ ঘটনায় শনিবার রাতেই অ্যান্টি-টেরোরিজম ইউনিটের এসআই অজিত কুমার দাস বাদী হয়ে আগৈলঝাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন বলে ওসি জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ০৫১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২০
এমএস/এইচজে