শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার ফতেহপুরে নির্মাণাধীন জেলা মডেল মসজিদ পরিদর্শন করেন আলিস মাহমুদ। এছাড়া তিনি ফুলগাজী উপজেলার বিজয়পুর ও সদর উপজেলার চাড়িপুরে নির্মাণাধীন উপজেলা মডেল মসজিদও পরিদর্শন করেন।
মসজিদ পরিদর্শনকালে নির্মাণ কাজের অগ্রগতি ও সংশ্লিষ্ট সর্ম্পকে খোঁজখবর নেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক।
এর আগে এদিন সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে ইসলামিক ফাউন্ডেশন ফেনী জেলা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও ওলামা মাশায়েখদের সঙ্গে এক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন আনিস মাহমুদ।
জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত আরও বক্তব্য রাখেন- ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান আজিজ আহমেদ চৌধুরী, স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক পি কে এম এনামুল করিম, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মহিউদ্দিন মজুমদার, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আকরামুজ্জামান, ইসলামিক ফাউন্ডেশন ফেনীর উপপরিচালক মঞ্জুরুল আলম মজুমদার, ছাগলনাইয়া উপজেলা চেয়াম্যান কামাল উদ্দিন মজুমদার, ফেনী প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া, জাতীয় ইমাম সমিতি ফেনীর সভাপতি মাওলানা হাফেজ বরকত উল্লাহ প্রমুখ।
বাংলাদেশ সময়: ০০০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২০
এসএইচডি/এইচজে